রায়গঞ্জে লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল একাধিক বাড়ি, চরম দুর্ভোগে বাসিন্দারা

স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, প্রায় ২০টি মাটির বাড়ি ভেঙে পড়েছে৷ আশ্বাস মিললেও এখনও সাহায্য মেলেনি৷
Bengal Live রায়গঞ্জঃ লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল বেশ কিছু মাটির বাড়ি। কার্যত খোলা আকাশের নীচেই বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের৷ অভিযোগ, আশ্বাস মিললেও এখনও জোটেনি কোনও সরকারি সাহায্য। মেলেনি খাবারও। চরম সমস্যার মধ্যে
রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, একটানা বৃষ্টিতে বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঋষিপুর, কানাইপুর, হাড়িপুকুর মোড়ের প্রায় ২০টি মাটির বাড়ি প্রবল বৃষ্টির তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা মমতাজ বেওয়া, মধু সোরেনদের অভিযোগ, বৃষ্টিতে মাথা গোঁজার শেষ সম্বল টুকুও হারিয়ে গিয়েছে। সরকারি কোনও সাহায্য না পেয়ে রোদ-জল মাথায় নিয়ে খোলা আকাশের নীচেই দিন কাটাতে হচ্ছে৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিস্থিতি দেখে গিয়েছেন। কিন্তু এখনও কোনও সাহায্য মেলেনি।
স্থানীয় পঞ্চায়ত সদস্য মনসুর আলম জানিয়েছেন, পঞ্চায়েত থেকে তাঁকে যে কয়েকটি ত্রিপল দেওয়া হয়েছিল সেগুলো বন্টন করা হয়েছে। এখনও বহু দুর্গত মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছায়নি। গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের নজরে বিষয়টি আনার পর সাহায্য না মিললেও আশ্বাস মিলেছে।