রায়গঞ্জ

উত্তর প্রদেশের নয়ডায় খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রায়গঞ্জ থেকে

খুনের ঘটনা সামনে আসার পর থেকেই অভিযুক্তের খোঁজ শুরু করেছিল নয়ডা পুলিশ। তবে অধরাই থেকে যায় মহিবুল। অন্য একটি অপরাধমূলক মামলায় তদন্ত করতে গিয়ে রায়গঞ্জ থানার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।

Bengal Live রায়গঞ্জঃ উত্তর প্রদেশের নয়ডায় খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রায়গঞ্জ থানার ভাটোল থেকে। ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ মহিবুল। এদিন ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। পৌঁছেছে উত্তর প্রদেশের নয়ডার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নয়ডার কাছে দাদরি এলাকায় ভিনরাজ্যের শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ভাতুন গ্রামপঞ্চায়েতের পূর্ব বসতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ মহিবুল ও তার ভাই। সেখানে ওই এলাকার রহমান নামে এক যুবকের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে মহম্মদ মহিবুলের সাথে বিবাদ শুরু হয়। অভিযোগ, গত ৩১/০৫/১৮ তারিখে মহিবুল রহমানকে গলায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়।

মহিবুলের ঠিকানা খুঁজে নয়ডা পুলিশ জানতে পারে অভিযুক্ত মহিবুলের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পূর্ব বসতপুরে। সেইমতো নয়ডা পুলিশ রায়গঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে। কিন্তু অধরাই থেকে যায় মহিবুল। গত দুদিন আগে অন্য একটি অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ভাটোলের পূর্ব বসতপুর এলাকা থেকে মহিবুলকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

এরপর রায়গঞ্জ থানার পুলিশ খবর দেয় উত্তরপ্রদেশের নয়ডা থানার পুলিশকে। শুক্রবার সকালেই রায়গঞ্জে এসে পৌঁছায় রহমান খুনের ঘটনার তদন্তকারী নয়ডা পুলিশের একটি দল। এদিকে শুক্রবার ধৃত মহম্মদ মহিবুলকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। সূত্রের খবর আদালতের মাধ্যমে ধৃত মহিবুলকে উত্তরপ্রদেশের নয়ডায় ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে নয়ডা পুলিশ।

Related News

Back to top button