কলকাতা, শিলিগুড়ি সহ আন্তঃরাজ্য রুটে বাস সার্ভিস চালু করছে NBSTC রায়গঞ্জ ডিপো

কলকাতা,শিলিগুড়ি সহ একাধিক রুটে সরকারি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
Bengal Live রায়গঞ্জঃ স্বাভাবিক হচ্ছে আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা। বুধবার থেকে কলকাতা,শিলিগুড়ির উদ্দ্যেশ্যে রওনা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর বাস। শিলিগুড়ি, কলকাতার পাশাপাশি বালুরঘাট, মালদা ও চাঁচোলগামী বাসও ছাড়বে বলে জানা গেছে। সর্বোচ্চ ২৫ জন যাত্রী নিয়ে সরকারি বাস পরিষেবা ফের চালু হতে চলেছে রাজ্যের মধ্যে৷
রায়গঞ্জ ডিপোর এস আই বিজয় কুমার দাস জানান, বাস পরিষেবা চালু করার একটি মৌখিক নির্দেশ পেয়েছি আমরা। বুধবার থেকে শিলিগুড়ি, কলকাতা সহ বালুরঘাট, মালদা রুটে বাস চলাচল শুরু হবে। প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করা হবে। এছাড়াও মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে৷ ২৫ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন বিজয় কুমার দাস। বাস পরিষেবা চালু করা নিয়ে মাইকিং করে সাধারণ বাসিন্দাদের বিষয়টি জানানো হয় রায়গঞ্জ ডিপোর পক্ষ থেকে৷