রায়গঞ্জ

রায়গঞ্জ থানা ভেঙে তৈরি হবে নতুন আরও একটি থানা

আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে রায়গঞ্জ জেলা পুলিশের নয়া উদ্যোগ। রায়গঞ্জ থানা ভেঙে নতুন আরও একটি থানা তৈরির প্রস্তাব রাজ্যের কাছে পাঠালো জেলা পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে রায়গঞ্জ জেলা পুলিশের নয়া উদ্যোগ। রায়গঞ্জ পুলিশ জেলা এলাকায় তৈরি হবে নতুন থানা। রায়গঞ্জ থানা ভেঙে গঠিত হতে চলেছে নতুন একটি থানা। ইতিমধ্যেই রাজ্যের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠিয়েছেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা। নতুন থানা তৈরির জন্য বেশ কয়েকটি জমিও চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

রায়গঞ্জ থানা এলাকায় রয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত, মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ পুরসভা, একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়, একাধিক প্রাথমিক ও হাইস্কুল। রয়েছে হেমতাবাদ বিধানসভা এলাকারও কয়েকটি পঞ্চায়েত। এছাড়াও ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ও বাংলা বিহার আন্তঃরাজ্য সীমানা রয়েছে এই থানার অধীনে। ফলে এই বিশাল এলাকার আইন শৃঙ্খলা সামাল দিতে মাঝেমধ্যেই বেগ পেতে হয় পুলিশকে।

মূলত, ভাটোল, বিন্দোল,জগদীশপুর এলাকাগুলি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্ত লাগোয়া। রায়গঞ্জ থানা থেকে ভাটোল বা বিন্দোলের দূরত্বও প্রায় ২৫ কিলোমিটার। ফলে ওই এলাকার বাসিন্দাদের যেমন কোনও সমস্যায় পড়লে অনেকটা পথ পেরিয়ে রায়গঞ্জে আসতে হয়, তেমনই রায়গঞ্জ থানার পুলিশেরও ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সমস্যার সম্মুখীন হতে হয়।

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ১-৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে একটি নতুন থানা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের কাছে। এর বেশিরভাগ এলাকাই হেমতাবাদ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। রামপুর ও বেশ কয়েকটি জায়গায় জমি চিহ্নিত করা হয়েছে থানার ভবন নির্মাণের জন্য। রাজ্যের অনুমোদন মিললেই দ্রুত জমি নিশ্চিত করে কাজ শুরু করা হবে।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই ইসলামপুর ও রায়গঞ্জকে দুটি পৃথক পুলিশ জেলায় ভাগ করা হয়েছে।

Related News

Back to top button