সেই নার্সের রিপোর্টও নেগেটিভ, রায়গঞ্জে এখনো নেই কোনও করোনা পজিটিভ
উত্তর দিনাজপুরের দুই কোভিড হাসপাতালে এখনও নেই কোনও করোনা আক্রান্ত রোগী৷ স্পষ্ট জানালেন জেলাশাসক।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরের দুই কোভিড হাসপাতালে এখনও নেই কোনও করোনা আক্রান্ত রোগী৷ বুধবার এই তথ্য জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা৷ তাঁর জানানো তথ্য অনুযায়ী দুই কোভিড হাসপাতাল মিকি-মেঘা নার্সিংহোম ও জীবনরেখা নার্সিংহোমে এখনও কোনও করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন নেই। ফলে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় যে এখনও নোভেল করোনা থাবা বসাতে পারেনি তা পরিষ্কার।
বিগত কয়েকদিন থেকেই শহরজুড়ে বিভিন্ন রকম গুজব ছড়াতে শুরু করে। গুজবের জেরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। রায়গঞ্জে আদৌও কোনও করোনা আক্রান্ত রোগী রয়েছে কিনা তা জানার জন্য উৎসুক হয়ে ওঠেন সাধারণ বাসিন্দারা৷ জেলা প্রশাসনের নজরেও বিষয়টি যায়। এরপরেই বুধবার পর্যন্ত জেলায় তথা রায়গঞ্জে কোনও করোনা পজিটিভ রোগীর খোঁজ নেই বলে সংবাদ মাধ্যমকে সাফ জানিয়ে দেন জেলাশাসক।
এদিকে কোভিড নার্সিংহোমে চিকিৎসাধীন এক নার্স সহ আরও পাঁচজনের সোয়াব স্যাম্পল পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান প্রত্যেকের নমুনাই নেগেটিভ এসেছে।