আরও এক COVID-19 পজিটিভ রোগীর সন্ধান উত্তর দিনাজপুরে

আরও এক COVID-19 পজিটিভ রোগীর সন্ধান উত্তর দিনাজপুরে। আক্রান্ত ব্যক্তি ইটাহারের বাসিন্দা। প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Bengal Live রায়গঞ্জঃ আরও এক করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল উত্তর দিনাজপুরে৷ আক্রান্তকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। আক্রান্ত ব্যক্তি ইটাহারের আলঢান্ডা গ্রামের বাসিন্দা৷ সব মিলিয়ে জেলায় COVID-19 -এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯মে বিহারের কিষাণগঞ্জে এসে পৌঁছায় ওই ব্যক্তি। এরপর বিহার প্রশাসন ওই ব্যক্তিকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের হাতে তুলে দেয়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা তাকে। গত ১১মে ওই ব্যক্তির সোয়াব টেস্টের জন্য মালদায় পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্ট আসার পরেই ওই ব্যক্তির শরীরে COVID-19 – এর সন্ধান মেলে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আক্রান্ত রোগীকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।