রায়গঞ্জ

আরও এক করোনা আক্রান্তের মৃত্যু রায়গঞ্জে

বাড়ছে সংক্রমণ। বাড়ছে করোনা আক্রান্তের মৃতের সংখ্যাও। আরও একজন করোনা পজিটিভ রোগীর মৃত্যুর খবর রায়গঞ্জে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো তিন।

Bengal Live রায়গঞ্জঃ আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হল রায়গঞ্জে। গত ২৪ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল রায়গঞ্জ শহরে। মৃত মহিলা চন্ডিতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বছর ৬০-এর ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে।

শনিবার দিনই রায়গঞ্জ পুর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে তিনিও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আইসিএমআর-এর গাইড লাইন মেনে মৃতদেহগুলির সৎকার করা হবে বলে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় একদিনে রেকর্ড পরিমাণ সংক্রমণের হদিশ মিলেছে। একদিনেই ৩৬ জনের দেহে ভাইরাস মিলেছে। সব মিলিয়ে জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৬০ জন। এদিকে শনিবার রাতে ও রবিবার সকালে রায়গঞ্জ পুর এলাকায় আরও দুই বাসিন্দার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে৷ আক্রান্তদের কোভিড হাসপাতালে স্থানান্তর করছে স্বাস্থ্য দপ্তর৷

Related News

Back to top button