রায়গঞ্জ

চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে পাকরাও দুষ্কৃতী

চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। দুষ্কৃতীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা৷

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক, শোকের ছায়া ইসলামপুরে

Bengal Live হেমতাবাদঃ ঘর ফাঁকা পেয়ে সোনার অলঙ্কার চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীকে ধরে ফেলে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পাটৈর গ্রামে। পুলিশ ওই দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটৈর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচালয়ে যান। ঘর ফাঁকা পেয়ে এক দুষ্কৃতী জানালা দিয়ে হাত বাড়িয়ে টেবিলে রাখা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয়। ইতিমধ্যেই কৈলাস বাবু শৌচালয় থেকে ফিরেই দেখতে পান এক দুষ্কৃতী তাকে দেখে পালিয়ে যাচ্ছে। কৈলাসবাবু চিৎকার করতেই আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। কিছুদূর ধাওয়া করার পর ওই দুষ্কৃতী ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

ধৃত চিনা নাগরিক এবার এসটিএফের হেফাজতে

তাঁকে ধরে ফেলে বেধরক মারধর করে স্থানীয় বাসিন্দারা। আহত দুষ্কৃতীকে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

Related News

Back to top button