জমিতে শাক তুলতে গিয়ে ধর্ষিতা নাবালিকা, ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদে
নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য হেমতাবাদে।
Bengal Live হেমতাবাদঃ নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ঘটনার পূর্ণ বিবরণ জানিয়ে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
জানা গেছে, বুধবার বাড়ির পাশের জমিতে শাক তুলতে গিয়েছিল নির্যাতিতা। সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি ওই নাবালিকাকে পুকুর পাড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। কোনওক্রমে ওই নাবালিকা বাড়িতে এসে পুরো ঘটনা জানায় বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তের খোঁজে জোড় তল্লাশি শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।