রায়গঞ্জে দুষ্কৃতী দৌরাত্ম্য, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বিধায়ক মোহিত সেনগুপ্তর

শহরজুড়ে আইনশৃঙ্খলার অবনতি। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।
Bengal Live রায়গঞ্জঃ শহরজুড়ে আইনশৃঙ্খলার অবনতি। নেশা ও তোলাবাজির বাড়বাড়ন্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ বাসিন্দারা৷ দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।
দোলের দিন রায়গঞ্জ শহরের দুই নম্বর ওয়ার্ডের সেবকপল্লী এলাকায় তোলাবাজির অভিযোগ ওঠে৷ এক বাসিন্দা প্রতিবাদ করায় তাঁকে মারধর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনায় এক মহিলাকে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযুক্ত আরও দুই দুষ্কৃতী পলাতক। পুলিশ ওই দুইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুমিত কুমার।
রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের অভিযোগ, সেবকপল্লীর ঘটনার সাথে তোলাবাজি ও শহরজুড়ে নেশাগ্রস্তদের উৎপাত চরম আকাড় নিয়েছে। শহরজুড়ে চুরির অভিযোগ বাড়ছে। ছিনতাইয়ের ঘটনাও ঘটছে নিত্যদিন। বাড়ি, জমি কেনাবেচার ক্ষেত্রেও তোলাবাজির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই অন্যায়, অত্যাচারের সাথে যেইসব সমাজ বিরোধীরা যুক্ত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিধায়ক মোহিত সেনগুপ্ত।