আতঙ্কের অবসান, রায়গঞ্জ মেডিক্যালে মৃত ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ
অবশেষে আতঙ্কের অবসান। রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ। এই মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল বিভিন্ন মহলে।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই ব্যক্তির লালারস টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট আসায় স্বস্তি পেল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যা সওয়া ৬ টা নাগাদ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়৷। এর পরই চাঞ্চল্য শুরু হয় বিভিন্ন মহলে। তৎপরতা লক্ষ্য করা যায় জেলা স্বাস্থ্য দপ্তরে। যদিও মৃত্যুর কারণ নিয়ে স্বাস্থ্য দপ্তর বা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে বুধবার রাত পর্যন্ত কোনও কিছুই জানানো হয়নি ৷ এরই মধ্যে ওই রোগীর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে। এমন একটি খবর শহরে ছড়িয়ে পড়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷
প্রসঙ্গত, ইটাহার থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে গত ১১ এপ্রিল ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সাধারণ মেল ওয়ার্ডে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল তাঁকে স্থানান্তর করা হয় আইসোলেশন ওয়ার্ডে। এদিকে ওই রোগীর আরও কিছু উপসর্গ থাকায় তাঁর রোগ সম্পর্কে নিশ্চিত হতে তাঁর সোয়াব (লালারস) সংগ্রহ করে ১৫ এপ্রিল, বুধবার করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু টেস্ট রিপোর্ট আসার আগেই বুধবারই সন্ধ্যা ৬.২০ মিনিটে ওই ব্যক্তির মৃত্যু হয়। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর খবর বাইরে ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় আতঙ্কের। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।