রায়গঞ্জ

পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ ব্যক্তির, লকডাউনে কড়াকড়ি রায়গঞ্জে

সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে পুলিশি অভিযান রায়গঞ্জে। পুলিশ জনতার লুকোচুরি খেলা শহর লাগোয়া গ্রাম গুলিতে। আটক একাধিক।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউন সফল করতে পুলিশের অভিযান শুরু হতেই চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহর ও লাগোয়া গ্রাম গুলিতে। লকডাউনের মাঝেই কোথাও বসেছে বাজার, আবার কোথাও পিকনিকের আয়োজন। পুলিশ পৌঁছতেই যেন হুলুস্থুল কান্ড। পুলিশের ধাওয়া খেয়ে কেউ পালালেন জমিতে, কেউ আবার ঝাঁপ দিলেন পুকুরে। সেখান থেকেই হাতজোড় করে কাকুতিমিনতি৷ সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে এমনই ছিল রায়গঞ্জের খন্ডচিত্র। বুধবার লকডাউন অমান্য করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে ব্যাপক প্রভাব পড়েছে রায়গঞ্জ শহরে৷ ওষুধের দোকান ছাড়া বন্ধ সকল দোকানপাট, বাজারঘাট। তবে বিনা প্রয়োজনে বাড়ি থেকে কেউ বের হলেই কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। এরপর বেলা বাড়তেই শহর ও লাগোয়া গ্রাম গুলিতে হানা দেয় পুলিশ। কলেজপাড়া, দক্ষিণ গোয়ালপাড়া, দেবীনগর, শ্যামপুর মোড় সহ একাধিক এলাকায় হানা দিয়ে লকডাউন অমান্যকারী একাধিক জনকে আটক করে পুলিশ৷ পিকনিকের আসরে পুলিশ হানা দিতেই দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় হুলুস্থুল কান্ড৷ পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় এক ব্যক্তি। অন্যদিকে লকডাউন অমান্য করায় দেবীনগর এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ৷

Related News

Back to top button