অমল আচার্যর কাটা মুণ্ডু চেয়ে পোস্টার ইটাহারে, অভিযোগের তির বিজেপির দিকে

অমল আচার্যর কাটা মুণ্ডু চেয়ে পোস্টার ইটাহারে, অভিযোগের তির বিজেপির দিকে
Bengal Live রায়গঞ্জঃ বিধায়কের কাটা মুন্ডু চেয়ে বিতর্কিত পোস্টারে শোরগোল ইটাহারে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ নাগরিকদের মধ্যে। পোস্টারের পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবী বিজেপির। পোস্টারের পেছনে কাদের হাত রয়েছে তা খুঁজতে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সকালে ইটাহারের বেশ কয়েকটি জায়গায় বিধায়কের কাটা মাথা চেয়ে পোস্টার নজরে আসে বাসিন্দাদের। বিএলআরও অফিস, গার্লস হাইস্কুল চত্বর ও পতিরাজপুর যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায় বলে অভিযোগ। পোস্টারটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দের নামে একটি পোস্টার সকালে ইটাহারবাসীর নজরে এসেছে। সেখানে বিধায়ক অমল আচার্যের কাটা মাথা চাওয়া হয়েছে। বাসিন্দাদের দাবী, কয়েকদিন আগে ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দের নামে কাটমানি নিয়ে আরও একটি পোস্টার ইটাহার জুড়ে সাঁটা হয়েছিল। তবে সেই পোস্টারে হিংসাত্বক কিছু না থাকলেও বিধায়কের কাটা মাথা চাওয়ার পোস্টারের মাধ্যমে হিংসা ছড়ানো হচ্ছে। এই পোস্টারের পেছনে কাদের হাত রয়েছে তা উদঘাটন না হওয়া পর্যন্ত আতঙ্কে রয়েছেন বাসিন্দারা বলে জানাচ্ছেন তাঁরা।
এই বিষয়ে বিধায়ক অমল আচার্য বলেন, উন্নয়নকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের জন্য কাজ করে চলেছি। সেই উন্নয়নকে বাধা দিতে এবং হিংসা ছড়াতে এই কাজ করা হয়েছে। তিনি বলেন,”এর আগে সত্তরের দশকেও আমার মাথা চেয়ে পোস্টার পড়েছিল ইটাহারে। এখন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে বিজেপি।” এর পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলে অমল বলেন, “বিজেপি রাজ্য জুড়েই হিংসার রাজনীতি করছে। ইটাহারের এই ঘটনার পেছনেও বিজেপিরই হাত রয়েছে।”
অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, “এই ঘটনার সাথে কোনওভাবেই বিজেপির কোনও যোগ নেই। প্রশাসন অমল বাবুদের হাতেই রয়েছে। তদন্ত করে দেখুক এই ঘটনার সাথে কারা যুক্ত।”
পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করলেও কোনও মন্তব্য করতে চায়নি।