রায়গঞ্জ

বিজেপির মঞ্চে নাম ঘোষণা সত্ত্বেও প্রফুল্ল বর্মণ রয়ে গেলেন তৃণমূলেই

প্রফুল্ল বর্মন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণের স্বামী। তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন। প্রফুল্লর বক্তব্য, বিজেপি চক্রান্ত করে তাঁর নাম ঘোষণা করেছে।

 

Bengal Live রায়গঞ্জঃ দলবদলের হিড়িকে তোলপাড় রাজ্য রাজনীতি। একঝাঁক নেতা, বিধায়ক সাংসদকে সাথে নিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মেদিনীপুরের মঞ্চে দলবদলের তালিকায় রাজ্যের বিভিন্ন জেলার এক ডজনেরও বেশি নেতা-নেত্রীর নাম ঘোষণা করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই তালিকায় ছিলেন উত্তর দিনাজপুর জেলারও দুই তৃণমূল নেতা। কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন পুরপতি তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান কার্তিকচন্দ্র পাল ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণের স্বামী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রফুল্ল বর্মণের নাম ঘোষণা করা হয় অমিত শাহের সভা মঞ্চ থেকে। কিন্তু পরে দেখা যায়, কার্তিক পাল বিজেপিতে যোগ দিলেও প্রফুল্ল বর্মন রয়ে গেছেন তৃণমূলেই। এদিন বিকেলে রায়গঞ্জে প্রফুল্ল বর্মনকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রায় বুক ঠুকে সেকথা ঘোষণা করেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তবে কার্তিক পালের দলবদলের বিষয়টি স্বীকার করেছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দুর স্লোগান “তোলাবাজ ভাইপো হঠাও”

শনিবার অমিত শাহের সভায় নামের তালিকা প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে। টেলিফোনে যোগাযোগ শুরু করা হয় ঘোষিত দুই নেতার সাথে। কার্তিক পালের ফোন সুইচ অফ থাকলেও প্রফুল্ল বর্মণ জানান, তিনি বাড়িতেই আছেন। বিজেপিতে যোগ দেননি। আর তারপরেও ভুল বোঝাবুঝি দূর করতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস। প্রফুল্ল বর্মণকে সাথে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, নাম শোনার পরেই প্রফুল্ল বর্মর্ণের সাথে যোগাযোগ করি। প্রফুল্ল জানান, তিনি দলীয় কর্মসূচিতে রয়েছেন। কেন তাহলে বিজেপির সভা মঞ্চ থেকে প্রফুল্ল বর্মণের নাম ঘোষণা করা হল ? এই প্রশ্নের উত্তরে কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরা নেতৃত্বের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেব।

তৃণমূলে ভাঙন উত্তর দিনাজপুরে, বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুরপতি কার্তিক পাল

এদিকে জেলা সভাপতির পাশে বসে প্রফুল্ল বর্মণ বলেন, শুভেন্দুদার যোগদান পর্বে আমার নাম কী করে ওদের কাছে গেল তা আমার জানা নেই। কে বা কারা আমার নাম দিয়েছে তাও আমার জানা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছি। তাঁর বিরুদ্ধে বিজেপি চক্রান্ত করছে বলেই দাবি করেছেন প্রফুল্ল বর্মণ।

Related News

Back to top button