রায়গঞ্জ

করোনা সতর্কতায় কাউন্সিলরের উদ্যোগ, রায়গঞ্জে বাড়ি বাড়ি থার্মাল স্ক্রিনিং

এলাকার বাসিন্দাদের থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করলেন রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মন্ডল।

Bengal Live রায়গঞ্জঃ এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ না মিললেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্ণব মণ্ডল। সাবধানতা অবলম্বনে নিজের উদ্যোগেই শুরু করলেন থার্মাল স্ক্রিনিং। বাড়ি বাড়ি পৌঁছে নিজে হাতে প্রত্যেক বাসিন্দার থার্মাল স্ক্রিনিং করছেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মন্ডল। রবিবার রাত থেকে এই স্ক্রিনিং শুরু করেছেন অর্ণববাবু।

এই বিষয়ে তিনি বলেন, “প্রশাসন, সরকারের চেষ্টা ও সাধারণ মানুষের সহযোগিতায় আমাদের এই শহর তথা জেলা করোনা ভাইরাসের সংক্রমনের দিক থেকে ‘গ্রীন জোনে’ রয়েছে। কিন্তু হাসপাতাল সংলগ্ন এলাকা হওয়ায় আমরা কোনও রিস্ক নিতে চাইছি না। সেই কারনে চিকিৎসককে সাথে নিয়ে নিজেদের উদ্যোগেই আমরা এলাকায় বাসিন্দাদের থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছি। পাশাপাশি লকডাউন মেনে চলার বিষয়েও সচেতন করছি।”

Related News

Back to top button