রায়গঞ্জ

রায়গঞ্জে ১লা বৈশাখে করোনা প্রতিরোধের বার্তা একলা শিক্ষকের, শেখালেন মাস্ক তৈরির কৌশল

করোনা মোকাবিলায় মাস্ক এখন বাধ্যতামূলক। তাই মানুষকে সচেতন করতে নববর্ষের দিনটিকেই বেছে নিয়েছেন রায়গঞ্জের শিক্ষক বিপ্লব মন্ডল।

Bengal Live রায়গঞ্জঃ বাংলা নতুন বর্ষের শুরুতে করোনা মোকাবিলায় সচেতনতার নজির গড়লেন রায়গঞ্জের শিক্ষক। ঘরোয়া পদ্ধতিতে তৈরি মাস্ক পড়িয়ে দিলেন পথ চলতি জনতাকে। মাস্ক ছাড়া কাউকে রাস্তায় দেখলেই দাঁড় করিয়ে টিস্যু পেপার দিয়ে তৈরি করে ফেলছেন মাস্ক। আর সেই মাস্কই উপহার হিসেবে তুলে দিচ্ছেন জনতার হাতে। প্রাথমিক স্কুল শিক্ষক বিপ্লব মন্ডলের এই উদ্যোগের প্রশংসা করেছেন পুলিশ ও প্রশাসন থেকে সাধারণ মানুষ৷

বিপ্লব মন্ডল বলেন, করোনা মোকাবিলায় মাস্ক এখন বাধ্যতামূলক। তাই নববর্ষের দিনটিকেই বেছে নিয়েছি মানুষকে সচেতন করতে। ঘরোয়া এই পদ্ধতিতে মাস্ক স্বল্প খরচায় তৈরি করা সম্ভব। টিস্যু পেপার, সাধারণ রাবার, ও স্ট্যাপলার ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়েও ফেলা যায় মাস্ক। মানুষের তৎক্ষনাৎ প্রয়োজন মেটাবে এই পদ্ধতি।

Related News

Back to top button