রায়গঞ্জ

আট দফা দাবিতে কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন যুব কংগ্রেসের

রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে যুব কংগ্রেসের ডেপুটেশন। মনরেগা প্রকল্পে ২০০ দিন কাজ, পরিযায়ী শ্রমিকদের জবকার্ড প্রদান সহ ৮ দফা দাবিতে স্মারকলিপি।

Bengal Live রায়গঞ্জঃ মনরেগা প্রকল্পে ২০০ দিনের কাজ, ভিনরাজ্য ফেরৎ শ্রমিকদের দ্রুত জবকার্ড প্রদান সহ মোট ৮ দফা দাবিতে ১৪ নম্বর কমলাবাড়ী(২) গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি জমা দিল রায়গঞ্জ যুব কংগ্রেস। বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলির নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি পালন করে ব্লক কংগ্রেস।

এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি, রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সৌভিক রায় , জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি তন্ময় দত্ত, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক অমিত সরকার, ১৪ নং কমলাবাডড়ি-২ অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি কার্তিক মিনজ্ ও ১৪ নং কমলাবাড়ি-২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য উপেন এক্কা সহ অন্যান্যরা। ব্লক কংগ্রেসের দাবি, স্মারকলিপির দাবিগুলির যথার্থতা স্বীকার করে দ্রুত যথোপযুক্ত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।

Related News

Back to top button