রায়গঞ্জ

খাবার হাতে করোনা আক্রান্তের বাড়ীতে পৌঁছে গেলেন রায়গঞ্জের বিধায়ক

বিধায়কের নতুন কর্মসূচি। করোনা আক্রান্তদের বাড়ীতে পৌঁছে দেওয়া হবে তিন বেলা রান্না করা খাবার। কী ভাবে যোগাযোগ করবেন?

 

Bengal Live রায়গঞ্জঃ কোভিড আক্রান্তদের বাড়ীতে এবার খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। দৈনিক রুটি সবজি বিতরণের পাশাপাশি এবার বাড়ী বাড়ী তিন বেলা রান্না করা খাবার পৌঁছে দেবেন বিধায়ক। মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করেছেন তিনি। জানা গেছে, পরিষেবা চালু রাখা ও যোগাযোগের জন্য একটি ফোন নম্বর চালু করা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সেই নম্বর সাধারণের মধ্যে প্রচার করা হচ্ছে।

এদিন কৃষ্ণ কল্যানী বলেন, ‘রায়গঞ্জ বিধানসভা এলাকার মানুষের পরিষেবা দেওয়াই আমার প্রধান কাজ। সেই হিসেবে যতটুকু পারছি জনকল্যাণমুখী কাজ করার চেষ্টা করছি। কোভিড আক্রান্ত পরিবারগুলি বাজার করে নিজেরা রান্না করে খাওয়ার মতো অবস্থায় নেই। সেকারনে তাঁদের বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। শুধু দুপুরের খাবারই নয় এঁদের রাতের খাবারও বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এই পরিষেবা পাওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা হয়েছে। সেখানে নাম ঠিকানা এবং কোভিড আক্রান্তের প্রমাণপত্র পাঠালেই আমরা তাঁর বাড়িতে খাবার পৌঁছে দেব।’ হোয়াটসঅ্যাপ নম্বর – 8100102976

Related News

Back to top button