রায়গঞ্জ

করোনা আবহে লকডাউনের মাঝেই রায়গঞ্জে পুলিশ ও প্রশাসনের রবীন্দ্রজয়ন্তী পালন

সামাজিক দূরত্ব বজায় রেখে রবীন্দ্রজয়ন্তী পালন করল রায়গঞ্জ জেলা পুলিশ ও উত্তর দিনাজপুর জেলাপ্রশাসন। জেলা শাসকের দপ্তরে ও মার্চেন্ট ক্লাব ময়দানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কর্মী ও প্রশাসনিক কর্তারা।

Bengal Live রায়গঞ্জঃ সামাজিক দূরত্ব বজায় রেখে রবীন্দ্রজয়ন্তী পালন করল রায়গঞ্জ জেলা পুলিশ। শুক্রবার মার্চেন্ট ক্লাব ময়দানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কর্মীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলা পুলিশের ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকেই রায়গঞ্জ জেলা পুলিশের একাধিক মানবিক রূপ দেখেছে শহরবাসী৷ দরিদ্রদের খাদ্য বিতরণ থেকে শুরু করে রক্তদান সবেতেই পুলিশের উদ্যোগ চোখে পড়ার মতন ছিল। লকডাউনের মধ্যে সাধারণকে আনন্দ দিতে পশ্চিমবঙ্গ পুলিশের ব্যান্ডের শো শুনেছে শহরবাসী। এবার রবীন্দ্রজয়ন্তী পালন করে পুলিশ তাঁর সাংস্কৃতিক মনোভাব ফুটিয়ে তুলল বলে মনে করছে শহরবাসী।

অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। এদিন সকালে জেলা শাসকের দপ্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয় ২৫শে বৈশাখ। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, করোনা আবহের জেরে এই বছর রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব একেবারে অনাড়ম্বর ভাবে পালন করা হল। সামাজিক দূরত্ব বজায় রেখে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালন করা হল।

Related News

Back to top button