কালিয়াগঞ্জে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রোড শো নিয়ে অনিশ্চয়তা, বিক্ষোভ বিজেপির

পুলিশের বিরুদ্ধে অবৈধ ভাবে মিছিলের অনুমতি না দেওয়ার অভিযোগ বিজেপির। প্রতিবাদে পথ অবরোধে সামিল বিজেপি।
Bengal Live কালিয়াগঞ্জঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রোড শো-র অনুমতি না মেলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধে সামিল বিজেপি। রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকেরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে।
বিজেপির দাবি, কয়েকদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রোড শো করার জন্য কালিয়াগঞ্জ থানায় আবেদন করেছিল তারা। কিন্তু এদিন সন্ধ্যায় পুলিশ প্রশাসন শনিবারের রোড শো বাতিল করে দেয়।
বিজেপির রাজ্য যুব নেতা গৌরাঙ্গ দাসের অভিযোগ, শেষ দিনের প্রচারে মহা মিছিল করার পরিকল্পনা রয়েছে বিজেপির। সেই মিছিলে অংশ নিতে ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রায়গঞ্জে পৌঁছেছেন। কিন্তু শেষ মুহূর্তে মিছিলের অনুমতি বাতিল করে দিয়েছে পুলিশ প্রশাসন। অনুমতি না মেলা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা বলে জানিয়েছেন গৌরাঙ্গ দাস।
এই বিষয়ে জেলা পুলিশের বক্তব্য, তৃণমূল সুবিধা অ্যাপের মাধ্যমে গত ১৮ নভেম্বর মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল। বিজেপি তার পরে ২০ নভেম্বর একই জায়গায় প্রায় একই সময়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কর্মসূচীর জন্য আবেদন জানায়। এদিন সকাল প্রোগ্রামের সময়সূচী রদবদলের জন্য স্থানীয় বিজেপি নেতাদের সাথে আলোচনা চালাচ্ছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনও সমস্যার সমাধানসূত্র বের হয়নি।