রায়গঞ্জ

মাস্ক নিয়ে কড়া প্রশাসন, অসচেতনদের শাস্তি দিলেন মহকুমা শাসক

বাড়ির বাইরে বের হলেই মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার৷ পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন মহকুমা শাসক।

Bengal Live রায়গঞ্জঃ করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে দেশে। রাস্তায় বের হলে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু এখনও কিছু মানুষ সেই নির্দেশ অমান্য করে বিনা প্রয়োজনে শহরে ঘুরছেন। মঙ্গলবার শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রায়গঞ্জের পথে নামেন মহকুমা শাসক অর্ঘ রায়।

নিজের দেহরক্ষীকে নিয়ে ঘুরে বেড়ালেন রায়গঞ্জ শহর জুড়ে। সাধারণ মানুষকে সচেতন করার কাজ করলেন তিনি। পাশাপাশি মাস্ক না পড়ায় কয়েকজনকে রাস্তার মধ্যেই কান ধরে ওঠবোস করান তাঁর দেহরক্ষী। পাশাপাশি মাস্কহীন পথচারীদের হাতে মাস্ক তুলে দেন মহকুমা শাসক।

Related News

Back to top button