রায়গঞ্জ

জলের ট্যাঙ্কে কীসের কঙ্কাল ? চাঞ্চল্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

নির্মীয়মাণ পানীয় জলের ট্যাঙ্কে কঙ্কাল উদ্ধার। কিন্তু কীসের কঙ্কাল ? চাঞ্চল্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোনও পশুর কঙ্কাল বলেই প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজের নির্মীয়মান পরিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল কঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে দিনভর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেডিক্যাল কলেজ চত্বরে। তবে কঙ্কালটি কোন প্রাণীর তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, পরিশুদ্ধ পানীয় জলের কিয়স্ক তৈরির কাজ চলছিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ চত্বরে। এদিন সকালে শ্রমিকরা সেখানে কাজ করতে এলে ট্যাঙ্কের ভেতরে কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখেন তাঁরা। জলের কাজ করতে আসা এক কর্মী জানিয়েছেন, সকালে কাজ করতে এসে ট্যাঙ্ক খুলতেই কঙ্কাল পড়ে থাকতে দেখেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল এদিন ওই হাড়গোড়গুলি দেখতে গিয়েছিলেন। যদিও তা কিসের কঙ্কাল তা নিয়ে কিছু জানা যায়নি। তবে প্রশ্ন উঠছে নির্মীয়মান পানীয় জলের ট্যাঙ্কে কী করে ওই হাড়গোড়গুলি এসে পৌঁছলো। তবে কি কোনও পশু ওই ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যুর পর কঙ্কালে পরিণত হয়েছে ? উত্তর খুঁজছে পুলিশ।

Related News

Back to top button