রায়গঞ্জ

করোনা সচেতনতায় রায়গঞ্জে স্ট্রিট পেইন্টিং

“তুমি বাঁচলে, বাঁচবে দেশ,
বাড়িতে থেকো,এটাই বেশ”।
করোনা সচেতনতায় রায়গঞ্জে স্ট্রিট পেইন্টিং।

Bengal Live রায়গঞ্জঃ “তুমি বাঁচলে, বাঁচবে দেশ,
বাড়িতে থেকো,এটাই বেশ”। স্ট্রিট পেইন্টিং-এর মাধ্যমে করোনা নিয়ে শহরবাসীকে সচেতন করতে এই বার্তাই ছড়িয়ে দিল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফিড দ্য নিড’। রবিবার রাতে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় ছবি এঁকে সচেতনতার বার্তা দেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা৷

নোভেল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশে। সংক্রমণ রুখতে লকডাউন চলছে সারা দেশে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব পথ বেছে নিল শহরের এই স্বেচ্ছাসেবী সংস্থা। ‘ফিড দ্য নিড’-এর সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, আগামীতে শহরের অন্যান্য জায়গায়তেও এই কর্মসূচী নেওয়া হবে। সকলে সচেতন হলে তবে রোখা যাবে এই মারণ ভাইরাসকে।

Related News

Back to top button