রায়গঞ্জ

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ৫ রোগীর সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল

করোনা পরীক্ষার জন্য ৫ জন রোগীর সোয়াব নমুনা পাঠানো হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই পাঁচ রোগী ভর্তি আছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা পাঁচ রোগীর সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এমন ৫ রোগীর সোয়াব সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। বুধবার মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, হু এবং আইসিএমআর-এর গাইডলাইন মেনেই ওই পাঁচ রোগীর সোয়াব স্যাম্পল পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর স্যানিটাইজ করা হয়। দমকলের সহযোগিতায় হাসপাতালে দাঁড়িয়ে থাকা বিভিন্ন এম্বুল্যান্স সহ হাসপাতালের ভবনগুলিতে জীবানু নাশক স্প্রে করা হয়। স্বাস্থ্য কর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক বলেন, রায়গঞ্জ পুরসভা ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দমকল বিভাগ এদিন হাসপাতালের বিভিন্ন এলাকায় জীবানু নাশক স্প্রে করে। স্বাস্থ্য কর্মী সহ হাসপাতালে আগত রোগী ও তাঁদের পরিজনদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, হাসপাতালে আগত রোগীর পরিজনদের আসা যাওয়ার ক্ষেত্রেও এদিন থেকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। জানা গেছে, হাসপাতালে ঢোকার প্রধান দুটি গেটে ইনফ্রারেড থার্মোমিটার নিয়ে স্বাস্থ্য কর্মীরা দাঁড়িয়ে থাকবেন। প্রত্যেকের জ্বর মাপা হবে। কারোর জ্বর রয়েছে ধরা পড়লে ফিভার ক্লিনিকে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।

Related News

Back to top button