লকডাউন লাগু হতেই রায়গঞ্জে মিষ্টির দোকানে ফ্রির অফার, হামলে পড়ল ভিড়

একটি কিনলে আরেকটি ফ্রী। লকডাউনের আগমুহূর্তে এমনই অফার নিয়ে হাজির রায়গঞ্জের একটি মিষ্টি ব্যবসায়ী।
Bengal Live রায়গঞ্জঃ একটি কিনলে আরেকটি ফ্রি। লকডাউনের আগমুহূর্তে এমনই অফার নিয়ে হাজির রায়গঞ্জের এক মিষ্টি ব্যবসায়ী। নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় আজ থেকে লকডাউন রাজ্য জুড়ে। তার আগেই মিষ্টির স্টক শেষ করতেই মূলত এই উদ্যোগ মিষ্টি ব্যবসায়ীর। এদিকে এই অফারের কথা জানতে পেরেই মিষ্টি প্রেমী বাঙালি ভিড় জমিয়েছেন দোকানে।
ক্রেতাদের বক্তব্য, লকডাউনের কারণে আগামী কয়েকদিন বাড়ির বাইরে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই কারণে সকাল থেকে প্রয়োজনীয় সমস্ত খাবার, ওষুধ মজুত করা শুরু করেছি। এরই মাঝে মিষ্টির দোকানে এমন অফার চলছে শুনতে পাই। কেমন অফার চলছে? এই প্রশ্নের উত্তরে ক্রেতারা জানাচ্ছেন, একটি মিষ্টির সাথে ফ্রি মিলছে আরও একটি মিষ্টি। ৫০০ টাকার মিষ্টি কিনলে মিলছে আরও ৫০০ টাকার মিষ্টি ফ্রিতে।
মিষ্টি ব্যবসায়ী পবন জৈন বলেন, আগামী কয়েকদিন দোকান বন্ধ থাকার কারণে মজুত মিষ্টি নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে খাবার যেন নষ্ট না হয় তাই এই অফার দেওয়া হয়েছে। একটি মিষ্টির সাথে আরও একটি মিষ্টি ফ্রি দেওয়া হচ্ছে। অফারের কথা জানার পর মানুষ ব্যাপক পরিমাণে মিষ্টি কেনা শুরু করেছে। সব মিষ্টিই প্রায় শেষের মুখে।