যুবকের মৃত দেহ উদ্ধার রায়গঞ্জে

বছর ২৫-এর এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।
শরীরে বাসা বেঁধেছে কোন ব্যাধি? জিহ্বার রং চিনে বুঝে নিন
Bengal Live রায়গঞ্জঃ এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। শনিবার সকালে রায়গঞ্জের মহারাজা এলাকার নাজিরপুর গ্রাম থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। খবর পেয়ে এলাকায় পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, এদিন সকালে দেবাশীষ গুপ্ত নামে এক যুবকের মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী৷ প্রাথমিক অনুমান, ওই যুবকের নিম্নাঙ্গে আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে আটক করেছে বলে খবর।
গরমে বানিয়ে ফেলুন মন পসন্দের মালাই কুলফি। জেনে নিন পদ্ধতি।
মৃত যুবকের মায়ের দাবি, তার ছেলেকে গত রাতে কেউ বা কারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। এরপর এদিন সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের মায়ের আরও দাবি, গত কয়েকদিন আগেই এলাকার কিছু দুষ্কৃতী তার ছেলেকে ব্যাপক মারধর করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে খুন? তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷