রায়গঞ্জ

প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়ল তিন পরীক্ষার্থী, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

পরীক্ষা কেন্দ্রের ভেতরেই মোবাইল ফোনে ছবি তুলে হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র ফাঁস করছিল তিন পরীক্ষার্থী। হাতেনাতে ধরে ওই তিনজনের অঙ্ক পরীক্ষা সহ পরবর্তী সবকটি পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।

Bengal Live রায়গঞ্জঃ হোয়াটস অ্যাপে প্রশ্ন ফাঁসের অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের তিন ছাত্রের পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।অভিযুক্ত তিন ছাত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পর্ষদ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়।

জানা গেছে, সোমবার অঙ্ক পরীক্ষা শুরুর দেড় ঘন্টার মাথায় মোবাইল ফোনে ছবি তুলে হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার চেষ্টা করে করণদিঘি হাইস্কুল ও তিতপুকুর হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের তিন পরীক্ষার্থী। করণদিঘী হাই স্কুল পরীক্ষাকেন্দ্রে বসে এক পরীক্ষার্থী এবং তিতপুকুর পরীক্ষা কেন্দ্রের শৌচালয় থেকে দুই পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করছিল বলে অভিযোগ। দুই ক্ষেত্রেই ইনভিজিলেটরদের সন্দেহ হওয়ায় হাতেনাতে ধরা পড়ে তিনজন।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষকদের কাছে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত তিন ছাত্র। পর্ষদের নিয়ম মেনে এদিনের অঙ্ক পরীক্ষা ছাড়াও আগামী পরীক্ষা গুলি বাতিল করা হয়েছে ওই তিন পরীক্ষার্থীর। এছাড়াও অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা নিযুক্ত উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক পরীক্ষা তদারকি কমিটির আহ্বায়ক ব্যোমকেশ বর্মণ জানিয়েছেন, পর্ষদের নিয়ম মেনে ওই তিন পড়ুয়ার সবকটি পরীক্ষা বাতিল ও আইনি পদক্ষেপ গ্রহণ করার কাজ শুরু করা হয়েছে।

Related News

Back to top button