রায়গঞ্জ

আজই শেষ প্রচার, কালিয়াগঞ্জে রোড শো করবেন দেব

আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন। তাই আজই প্রচারের শেষ দিন। তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের প্রচারে এদিন কালিয়াগঞ্জে আসছেন অভিনেতা দেব।

Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের প্রচারে কালিয়াগঞ্জে আসছেন অভিনেতা তথা সাংসদ দেব। শনিবার বেলা দু’টা থেকে প্রার্থীকে সাথে নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবেন দেব৷ একটি পথ সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে দেবের৷

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কালিয়াগঞ্জ শিমুলতলা মোড় থেকে এদিন বেলা দু’টা নাগাদ রোড শো শুরু করবেন অভিনেতা। গুদরি বাজার,কালীবাড়ি,শুকান্ত মোড়, বিবেকানন্দ মোড়,হাসপাতাল মোড় হয়ে মিছিল শেষ হবে শীমুলতলায়৷ সেখানেই পথ সভায় বক্তব্য রাখবেন দেব অধিকারী। এদিনের কর্মসূচিতে দেবের সাথে থাকবেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অর্পিতা ঘোষ, কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়।

Related News

Back to top button