রায়গঞ্জ

শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকবে রায়গঞ্জ স্টেশনে, প্রস্তুতি প্রশাসনে

মঙ্গলবার ভোড় চারটা নাগাদ রায়গঞ্জ স্টেশনে আসছে শ্রমিক স্পেশাল ট্রেন। উত্তর দিনাজপুর জেলার ৬৮ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হবে ওই ট্রেনে।

Bengal Live রায়গঞ্জঃ মঙ্গলবার ভোড় চারটা নাগাদ রায়গঞ্জ স্টেশনে আসছে শ্রমিক স্পেশাল ট্রেন। উত্তর দিনাজপুর জেলার ৬৮ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হবে ওই ট্রেনে। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে রায়গঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তরা। এদিন বেলা এগারোটা নাগাদ অতিরিক্ত জেলা শাসক রীনা জোশী,অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস সহ স্বাস্থ্য বিভাগ, পিডাব্লিউডি জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন।

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, ভিনরাজ্যে কর্মরত আমাদের জেলার শ্রমিক ভাইয়েরা মঙ্গলবার সকালে ট্রেনে রায়গঞ্জে পৌঁছবেন। তাঁদের টিফিনের আয়োজন, স্বাস্থ্য পরীক্ষা, পরিবহন সহ নানান ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। সেইসব বিষয়ে খতিয়ে দেখতেই এদিনের পরিদর্শন।

Related News

Back to top button