রায়গঞ্জ

আজকালের মধ্যেই রায়গঞ্জে পৌঁছবে সিআইডি, মেডিক্যাল কলেজে যৌথ পরিদর্শন ডিএম-এসপির

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন। দালালচক্রের হদিস করতে আজকালের মধ্যেই রায়গঞ্জে পৌঁছবে সিআইডি।

Bengal Live রায়গঞ্জঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন। দালালচক্রের হদিস সহ একাধিক বিষয় নিয়ে সরেজমিনে তদন্ত ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপার সহ অন্যান্য সরকারি আধিকারিকদের সাথে নিয়ে বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা শাসক ও পুলিশ সুপার।

বেশ কিছুদিন থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে সক্রিয় দালালচক্রের অভিযোগ উঠছিল। চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনদের থেকে নানান অজুহাতে টাকা আদায় করার অভিযোগ উঠছিল দালালচক্রের বিরুদ্ধে। এই অভিযোগের কথা জানতে পেরেই মঙ্গলবার কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক চলাকালীন রেগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রায়গঞ্জ মেডিক্যাল কলেজকে দ্রুত দালাল মুক্ত করার জন্য সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেন।

এদিন রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, দালালচক্রের অভিযোগের তদন্ত জেলা পুলিশ ও সিআইডি যৌথ ভাবে করবে। কলকাতা থেকে আজ-কালের মধ্যেই সিআইডি টিম রায়গঞ্জে এসে পৌঁছবে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন পুরো বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত শুরু করে জড়িতদের চিহ্নিত করা হবে।

Related News

Back to top button