রায়গঞ্জ

জাতীয় পতাকা হাতে CAA- এর সমর্থনে রায়গঞ্জে মহামিছিল নাগরিক মঞ্চের

একইদিনে CAA -এর পক্ষে বিপক্ষে মিছিল রায়গঞ্জে। প্রথমটি রাজনৈতিক হলেও পরের মিছিলটি ছিল উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চের। যদিও মিছিলে একাধিক বিজেপি নেতৃত্বকে জাতীয় পতাকা হাতে হাঁটতে দেখা গিয়েছে।

Bengal Live রায়গঞ্জঃ বাম-কংগ্রেসের মিছিল শেষের আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে রায়গঞ্জের পথে উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চ। অরাজনৈতিক ব্যানারে আয়োজিত এই মিছিলে জাতীয় পতাকা হাতে র‍্যালিতে হাঁটতে দেখা গিয়েছে একাধিক বিজেপি নেতৃত্বকেও।

বিজেপির জেলা নেতৃত্ব সহ একাধিক মন্ডল সভাপতি CAA – এর সমর্থনে এদিনের মিছিলে পা মেলান। মিছিলে এবিভিপির জেলা নেতৃত্বকেও দেখা গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রায়গঞ্জের নাগরিক হওয়ার কারণে এই অরাজনৈতিক মিছিলে তাঁরা অংশ নিয়েছেন। অনেক সাধারণ মানুষও আইনের সমর্থনে এদিনের মিছিলে পা মিলিয়েছেন। এদিনের মিছিলে সারাভারত মতুয়া মহাসংঘের সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। নানান রকমের বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে পা মেলান তাঁরা।

রবিবার শিলিগুড়ি মোড় থেকে বাম ও কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল শুরু করে। মিছিল শেষ হওয়ার আগেই রেলওয়ে ময়দানে জমায়েত শুরু হয় একই ইস্যুকে সমর্থনকারীদের। রেলওয়ে ময়দান থেকে এদিন উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চের মিছিল শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয়।

Related News

Back to top button