ইটাহারে বোমা ফেটে জখম মহিলা, উদ্ধার দেশী পিস্তল

বোমা ফেটে জখম এক মহিলা। আহত মহিলা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ তদন্তে নেমে দেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷
Bengal Live ইটাহারঃ বোমা ফেটে জখম এক মহিলা। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহার থানার সুরুনে। বোমার আঘাতে জখম মহিলাকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
জানা গেছে, নিজের বাড়ির সামনে কাজ করার সময় খড়ের গাদার পাশে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন ওই মহিলা। সেটি হাতে তুলে নিতেই আচমকা ভেতরে থাকা বোমাটি ফেটে যায়। গুরুতর জখম হন ওই মহিলা। জখম অবস্থায় ওই মহিলাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সেখান থেকে একটি দেশী পিস্তল উদ্ধার হয়৷ থানায় ওই মহিলার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷