ছাগল চুরি করতে এসে গণধোলাই খেল যুবক, চাঞ্চল্য রায়গঞ্জে

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার ওই এলাকায় ছাগল চুরি হয়েছে।
Bengal Live রায়গঞ্জঃ ছাগল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গনপিটুনির শিকার হল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সোহারই মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। গুরুতর জখম ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সোহারই মোড় এলাকায় বাড়ির সামনেই চড়ে বেড়াচ্ছিল একটি ছাগল ( খাসি) । এক যুবক ওই ছাগলটিকে চুরি করে পালাতে গেলে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। চুরির অপরাধে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে ব্যাপক গনপিটুনি দেয়। স্থানীয় বাসিন্দা ছোটন দাস জানিয়েছেন, এই এলাকা থেকে এর আগেও খাসি ( ছাগল) চুরি হয়েছে। এবার ধরা পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ গনপিটুনিতে জখম ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।