টেক-নিউজ

ফোনে রয়েছে এই চারটি অ্যাপ! যেকোনো সময় গায়েব হয়ে যেতে পারে টাকা, জানালো এসবিআই

গ্রাহকদের কোনও অজানা জায়গা থেকে আসা ইউপিআই রিকোয়েস্ট বা কিউআর কোডস গ্রহণ না করার কথাও জানানো হয়েছে।

Bengal Live ডেস্কঃ ব্যাঙ্কে যাওয়ায় ঝক্কি এড়াতে মোবাইল অ্যাপের মাধ্যমেই করেন টাকা লেন-দেন! সহজে টাকা আদান প্রদানের জন্য ব্যবহার করে থাকেন নির্দিষ্ট কিছু অ্যাপ! তাহলে যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে যাবতীয় টাকা। তাই গ্রাহকদের ঝুঁকি না নিয়ে নিজেদের ফোন থেকে এখনই এই অ্যাপগুলি আন-ইনস্টল করে দেওয়ার পরামর্শ দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি উত্তর দিনাজপুরে

সূত্রের খবর, অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনকারী ১৫০ জন এসবিআই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৭০ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে গত চার মাসে। প্রতিনিয়ত বাড়ছে এরকম জালিয়াতির ঘটনা। তাই সতর্কতা অবলম্বন করে গ্রাহকদের স্মার্টফোনে এনিডেস্ক (AnyDesk), কুইক সাপোর্ট (Quick Support), টিম ভিউয়ার (Teamviewer) এবং মিঙ্গল ভিউ (Mingleview) ইনস্টল করতে বারণ করা হয়েছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তরফে। সেইসঙ্গে ইউপিএস (Unified Payment System) নিয়েও গ্রাহকদের সতর্ক করেছে এসবিআই। এছাড়াও গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, কোনও অজানা জায়গা থেকে আসা ইউপিআই রিকোয়েস্ট বা কিউআর কোডস যেনো তারা গ্রহণ না করেন।

Back to top button