দিনহাটায় প্রার্থী হয়েই নিশীথের হুঙ্কার, হাফ লাখ ভোটে হারাবো উদয়নকে

প্রার্থী হয়েই বিরোধীকে হাফ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার নিশীথের। লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও দলের আস্থাভাজন সেই নিশীথ প্রামাণিক।
Bengal Live কোচবিহারঃ তৃতীয় ও চতুর্থ দফার ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় রয়েছেন একাধিক সাংসদ, মন্ত্রী অভিনেতা, অর্থনীতিবিদ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, অশোক লাহিড়ী। প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ প্রার্থী তালিকায় নাম রয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকারের।
দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরেই দিনহাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে হাফ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার দিলেন নিশীথ প্রামাণিক। তাঁর দাবি, পঞ্চাশ হাজার ভোটে উদয়ন গুহকে হারাবো। খুব শীঘ্রই দিনহাটায় প্রচারে নামবেন তিনি বলে জানিয়েছেন। যদিও নিশীথ প্রামাণিকের হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ৷ তাঁর দাবি ওই কেন্দ্রে জয় লাভ করবে তৃণমূল কংগ্রেসই।