রাজ্য

বিধ্বংসী আগুনে শিলিগুড়িতে ভস্মীভূত ৭টি দোকান

ভোর রাতে আচমকাই আগুন লেগে ভস্মীভূত সাতটি দোকান। শিলিগুড়ি দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলা করে।

Bengal Live শিলিগুড়িঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত সাতটি দোকান। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির মহাবীরস্থান এলাকায়। আগুনের খবর পেয়ে শিলিগুড়ি দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ছুটে এসে পরিস্থিতি মোকাবিলা করে। এদিকে বিধ্বংসী আগুনের খবরে শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও এলাকায় ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

আরও পড়ুনঃ কোচবিহারে করোনা মুক্ত ২৬, স্বস্তির হাওয়া জেলা জুড়ে

স্থানীয় বাসিন্দা দীপক দেব জানান, ভোর সাড়ে চারটা নাগাদ আচমকাই দাউদাউ আগুন জ্বলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তিনটি দোকান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ভস্মীভূত সাতটি দোকানের মধ্যে বই, মিষ্টি ও মুদির দোকানও ছিল বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল ও শিলিগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুনঃ প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার শিলিগুড়িতে, গ্রেপ্তার তিন

Related News

Back to top button