রাজ্য

মোহনবাগান দিবসে শিলিগুড়িতে উচ্ছাসে মাতল সবুজ মেরুন সমর্থকেরা

মোহনবাগান দিবস পালিত হলো শিলিগুড়িতে, এদিন কেক কেটে, বেলুন উড়িয়ে, ক্লাবের পতাকা উত্তোলন করা হয়৷

Bengal Live শিলিগুড়িঃ ১৯১১ সালে ১১ জন বাঙালি ফুটবলার খালি পায়ে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে প্রথম বারের মতন আইএফএ শিল্ড জিতেছিলেন। তারপর থেকেই ২৯ জুলাইকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয়৷ করোনা পরিস্থিতিতে নানা রকম বিধিনিষেধের মাঝেও এই দিনটিকে অনাড়ম্বর ভাবে পালন করা হলো শিলিগুড়িতে৷

বৃহস্পতিবার বাঘাযতীন পার্কের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি মোহনবাগান ফ্যান ক্লাব। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মোহনবাগান কর্তা অরূপ মজুমদার, শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার, বেদব্রত দত্ত সহ অন্যান্যরা৷ ক্লাবের পতাকা তুলে, কেক কেটে মোহনবাগান দিবস পালন করা হয় এদিন৷ যেই ১১ জন খেলোয়ার ব্রিটিশদের পরাজিত করে আইএফএ শিল্ড জয় করেছিলেন, তাঁদের মূর্তি স্থাপন করার দাবি জানানো হয় এদিন। প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের কাছে এই দাবি জানানোর পাশাপাশি বাঘাযতিন পার্কের সামনের রাস্তাটি মোহনবাগান ক্লাবের নামে নামকরণ করার দাবিও জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে৷

মোহনবাগান সমর্থক বেদব্রত দত্ত বলেন, বর্তমান যে পরিস্থিতি চলছে আমারা চাই সবরকম বাঁধা কাটিয়ে ফুটবল আবার স্বমহিমায় ফিরবে।শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেন, করোনার জন্য বন্ধ হয়ে রয়েছে মাঠ,বাচ্চারা গৃহবন্দী । আমারা যত তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি পাব তত তাড়াতাড়ি মাঠমুখি হবে সবাই।

Related News

Back to top button