রাজ্য

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন তৃণমূলের

উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরে সাইকেল মিছিল করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

 

Bengal Live ডেস্কঃ পেট্রোপণ্য ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহারে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিকে শহরের ব্রাম্ম মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। অন্যদিকে দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৷ উপস্থিত ছিলেন উদয়ন গুহ৷ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে এই কর্মসূচী৷ এছারাও এদিন পৃথক উত্তরবঙ্গের ইস্যু তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

জেলায় ঢুকলেই মন্ত্রীকে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি তৃণমূল নেতার

অন্যদিকে বালুরঘাটে পেট্রোপণ্যের ও গ্যাসের দামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস। শনিবার বালুরঘাট বাসষ্ট্যান্ড এলাকায় সকাল দশটা থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর সুভাষ চাকি, বালুরঘাট শহর তৃণমূলের সভাপতি শ্যামল লাহা, যুবনেতা মহেশ পারাখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

একই সাথে মালদা মোথাবাড়ী ট্যাক্সি স্ট্যান্ডে কালিয়াচক ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান সামিল হন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। কর্মসূচিতে অপদার্থ প্রধানমন্ত্রী পদত্যাগ করুন বলে স্লোগান তোলেন

অন্যান্য জেলার পাশাপাশি এদিন শিলিগুড়িতেও পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। শনিবার শহরের গুরত্বপূর্ণ মোড় হাসমিচকে ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। এদিন বিক্ষোভে সামিল ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ও টাউন তৃণমূলের পক্ষ থেকে বেদব্রত দত্ত, অলোক চক্রবর্তী,মদন ভট্টাচার্য, গৌতম দেব । সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, জন বারলার উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি করার পেছনে কেন্দ্রের মদত রয়েছে। কার্যত এদিন হাসমিচকে অবস্থান বিক্ষোভের পর আগামীকাল জংশনেও একই দাবিতে সরব হবে তৃণমূল বলে জানান তৃণমূল নেতা বেদব্রত দত্ত।

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ বালুরঘাটে

শনিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দলীয় কর্মী সমর্থককে সাথে নিয়ে সাইকেল মিছিল করেন। ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত সাইকেল র‍্যালি করেন কানাইয়ালাল আগরওয়াল। এরপর বাস স্ট্যান্ডেই পথসভায় বক্তব্য রাখেন তিনি। এদিন একই ইস্যুতে রায়গঞ্জের বকুলতলা এলাকাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।

Related News

Back to top button