রাজ্য

নাশকতা এড়াতে স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি ভারত ভুটান সীমান্তে

স্বাধীনতা দিবসের আগে আলিপুরদুয়ার জেলার ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ ও তার পার্শ্ববর্তী এলাকায় কড়া হলো নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীবাহী গাড়িতে চলল তল্লাশি।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল আলিপুরদুয়ার জেলা । শনিবার ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ ও তার পার্শ্ববর্তী এলাকায় কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল থেকে ভুটান সীমান্তে চলছে কড়া নাকা চেকিং । পাশাপাশি জয়গাঁ পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে জয়গাঁ গামী প্রতিটি যাত্রীবাহী বাস সহ ছোটো গাড়িগুলিতে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নজরদারি অসম-বাংলা সীমান্তে

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অসম বাংলা সীমান্তেও চালানো হয়েছে কড়া নজরদারি। শুক্রবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি । এদিন অসম বাংলা সীমান্ত পাকড়িগুড়ি জাতীয় সড়কে্র পাশাপাশি অসম সীমান্ত সঙ্কোশ রেল সেতু ও অসম সীমান্ত জাতীয় সড়কে চলাচলকারী সমস্ত গাড়িতেও চালানো হয় তল্লাশি।

Related News

Back to top button