রাজ্য

প্রথা মাফিক পূজিতা হবেন দেবী, তবে এবারও বন্ধ জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা

প্রথা মাফিক পুজো হলেও এবারও বন্ধ জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা। তবে মেলা না বসলেও করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে মায়ের বিষহরি গানের আসর।

 

 

Bengal Live  জলপাইগুড়িঃ  গতবারের মতো এবারও বন্ধ থাকছে জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা। তবে করোনা পরিস্থিতিতে মেলা বন্ধ থাকলেও প্রতিবারের মতো এবারো ভক্তিভরে দেবী মনসা পূজিতা হবেন রাজবাড়ির মন্দিরে।

অতি প্রাচীন জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহাসিক মনসা পূজো এবার পর্দাপন করলো ৫১৬ বছরে । ইতিমধ্যেই পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। প্রতিবছর দুর দুরান্ত থেকে এসে মায়ের পুজো দেন ভক্তরা। পুজোর পাশাপাশি বরাবরই ভক্তবৃন্দের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজবাড়ির মনসার মেলা। এইসময় মেলা প্রাঙ্গন সেজে ওঠে বিভিন্ন জায়গা থেকে আসা রকমারি দোকানের পশরায়। বর্তমানে এই মেলা চলে এক সপ্তাহ, তবে আগে তা চলতো পুরো ১ মাস ধরে।

শুক্র ও শনিতে বন্ধ থাকবে SBI-এর ডিজিটাল পরিষেবা

বাংলা শ্রাবণ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় দেবী মনসার পুজো। অর্থাৎ ভাদ্র মাসের ১লা তারিখ থেকে পুজা শুরু চলবে ৩ রা ভাদ্র পর্যন্ত। ইংরেজি মতে আগামী ১৭ আগষ্ট নির্ধারিত হয়েছে পুজোর দিন। কিন্তু গত বছরের মতোই এবারও বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হবে মায়ের পুজো। রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল বলেন, গত বারের মত এবারও করোনা বিধি নিষেধ মেনে ব্যারিকেট করে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গেই দেবী মনসার পুজো হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পুজা দিতে পারবেন ভক্তরা। তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে জমায়েত এড়াতে এবারও মন্দির চত্বরে বসেছে না মেলা । তবে মেলা না বসলেও থাকছে মায়ের বিষহরি গানের আসর। তবে তাও করোনা বিধি মেনে সামান্য কিছু শিল্পীর সমন্বয়েই অনুষ্ঠিত হবে।

প্রস্থেটিক মেক-আপের কামাল, লারা যেনো হুবুহু ইন্দিরা গান্ধী

Related News

Back to top button