রাজ্য

জেলা কমিটি নিয়ে ক্ষোভ, পদ ছাড়লেন তৃণমূল নেতা

জেলা কমিটি ঘোষণা হতেই পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন পুরপতি। ক্ষোভ উগরে দিলেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ তৃণমূলের নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ জানিয়ে দলের সব পদ থেকে সরে দাঁড়ালেন আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন পুরপতি আশিস দত্ত। আশিসবাবুকে নতুন জেলা কমিটিতে সহ সভাপতি করা হয়েছিল। সোমবার আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন জেলা কমিটি ঘোষণার একদিন পর মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক সন্মেলন করেন আশিস দত্ত।

সাংবাদিক সম্মেলনেই দলীয় পদ ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আশিস বাবু। তিনি বলেন, নতুন জেলা কমিটিতে, যাঁরা কোনওদিন দল করেননি, তাঁদের পদে বসানো হয়েছে। আমি দলের জেলা সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। সংবাদ মাধ্যমেই আমি জানতে পারি যে আমাকে নতুন জেলা কমিটির সহ সভাপতি করা হয়েছে। সেই কারনে সংবাদ মাধ্যমের সামনেই আমি আমার পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালাম। দলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব। মানুষের কাজ করব।

Related News

Back to top button