রাজ্য

পাচারের আগে উদ্ধার অবৈধ বার্মাটিক কাঠ, গ্রেপ্তার ১

 

পাচারের আগেই অবৈধ বার্মাটিক কাঠ উদ্ধার করল বনদপ্তর এর কর্মীরা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে।

 

Bengal Live শিলিগুড়িঃ বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই বাঁশ বোঝাই ট্রাক থেকে উদ্ধার অবৈধ বার্মাটিক কাঠ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির ঘোষপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ীর চালককে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরে বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয় ফুলবাড়ী ঘোষপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। সেই সময় ওই এলাকায় উত্তর প্রদেশ নম্বরের একটি ১৪ চাকার বাঁশ বোঝাই ট্রাকে তল্লাশি চালায় বনকর্মীরা। সেখান থেকে উদ্ধার করা হয় অবৈধ বার্মাটিক কাঠ।

যার বর্তমান বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে কাঠ বোঝাই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে শালুগাড়া বনবিভাগের কর্মীরা ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই গাড়ির চালক উত্তর প্রদেশের বাসিন্দা স্বপন সিংকে। ওই অবৈধ বার্মাটিক কাঠগুলি মনিপুর থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান শালুগাড়া বন বিভাগের কর্মীদের।

Related News

Back to top button