টানা এক মাস যান চলাচল বন্ধ রথবাড়ি ফ্লাইওভারে

রথবাড়ি ফ্লাইওভার সারাতে টানা এক মাস ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করার নির্দেশ দিলো মালদা জেলা প্রশাসন। ওই রুটে বন্ধ থাকবে জরুরী পরিষেবা ও অ্যাম্বুলেন্স চলাচলও।
Bengal Live মালদাঃ রথবাড়ি ফ্লাইওভারের সংস্কারের জন্য টানা এক মাস যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করলো মালদা জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে নোটিশ। সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরী পরিষেবা ও অ্যাম্বুলেন্স চলাচলও বন্ধ থাকবে ওই রুটে।
জেলা প্রশাসনের নোটিশ অনুযায়ী, ২২শে আগস্ট থেকে টানা এক মাস পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রথবাড়ি ফ্লাইওভার। যানজট এড়াতে যান চলাচলের জন্য একটি রুট করে ফেলেছেন মালদা জেলা ট্রাফিক পুলিশ। এবিষয়ে মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পাল জানান, মালদা চাঁচল রুটের বেসরকারি বাসগুলি ঘোরাপীর স্ট্যান্ডে অস্থায়ীভাবে থাকবে। তারা আম বাজারে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ফ্লাইওভারের উপর দিয়ে কোন রকম যানবাহন চলাচল করা যাবে না। পাশাপাশি মোটরসাইকেল, টোটো, জরুরী পরিষেবার অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি গুলিও মালঞ্চ পল্লী হয়ে সোজা ঘোড়াপীরে উঠবে।
অন্যদিকে শহরকে যানজট মুক্ত রাখতে বাড়তি ট্রাফিকের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু ও স্থানীয় বাসিন্দা লক্ষণ ঘোষ।