রাজ্য

স্ত্রীয়ের সাথে ভোট কক্ষে ঢুকে বিতর্কে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্ত্রীয়ের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ। কমিশনের কাছে নালিশ করার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ। স্ত্রীয়ের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক পাল।

কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র পালের অভিযোগ, ৮৬ নম্বর বুথে নিজের ভোট দেওয়ার পাশাপাশি স্ত্রীকে সাথে নিয়ে ভোটদান কক্ষে প্রবেশ করে স্ত্রীর ভোটও দিয়েছেন প্রার্থী। এটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে।

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী কমল সরকার বলেন, আমি আগাগোড়া আমার স্ত্রীকে নিয়ে চলি। তবে স্ত্রীয়ের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ ভুল। ওর ভোট ওঁ দিয়েছে, আমার ভোট আমি দিয়েছি। আমরা এই ভাবেই চিরকাল চলি। প্রিসাইডিং অফিসার যদি বলে এই ভাবে হবেনা তাহলে আলাদা করে থাকা যায়। কিন্তু প্রিসাইডিং অফিসার বলেছে, আপনারা একসাথে ভোট দিচ্ছেন খুব ভালো ব্যাপার।

Related News

Back to top button