দিনে রেকি, রাতে চুরি, মা ও ছেলে সহ গ্রেপ্তার সাত

চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। চুরির ঘটনার সাথে যুক্ত সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
Bengal Live শিলিগুড়িঃ দিনে রেকি, রাতে চুরি। লকডাউনের সুযোগে পরপর চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। মা ও ছেলে সহ গ্রেপ্তার সাত দুষ্কৃতী। উদ্ধার প্রচুর চুরি যাওয়া সামগ্রী। দুষ্কৃতীদের এদিন আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। জেরা করে বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন নিউ জলপাইগুড়ি থানার সুকান্তপল্লী এলাকার এক গৃহবধু চুরির অভিযোগ দায়ের করেন। লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে যান তিনি। ফলে দীর্ঘ প্রায় দুই মাস বাড়ি ফাঁকা অবস্থায় থাকে তাঁর। ৫ জুন বাড়ি ফিরেই সর্বস্ব খোয়া গিয়েছে দেখেন। পুলিশ অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে৷ ধৃতদের মধ্যে রয়েছে তিন মহিলা ও দুই যুবক। তাদের মধ্যে দুইজন সম্পর্কে মা ও ছেলে। পুলিশ সূত্রে খবর, কাগজ কুড়ানোর অছিলায় দিনে পরিস্থিতি খতিয়ে দেখে রাতের অন্ধকারে ছেলে ও অপর এক যুবককে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটাতো তিন মহিলা।
এদিকে ৭ জুন বাড়িভিষা এলাকার অপর একটি বাড়িতে চুরির ঘটনার তদন্ত নেমে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ৷ খোয়া যাওয়া সামগ্রী সহ বিশ্বনাথ ওরফে কাঞ্চা ও রবি সরকার নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।