রায়গঞ্জে বন্যা কবলিত মানুষের হাতে খাবার তুলে দিলেন শিক্ষকরা

একটানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রাম। ঘর ছাড়া বহু মানুষ৷ চরম দুর্ভোগে দিন কাটছে বাহিন, গৌরী, ভাটোল এলাকার বাসিন্দাদের৷
Bengal Live রায়গঞ্জঃ বন্যা কবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। বুধবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লকের বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার হিসেবে চিঁড়ে, গুড়, মুড়ি, চানাচুর ও বিস্কুটের প্যাকেট বিতরণ করা হয়। এই অসহায় অবস্থার মধ্যে হাতে শুকনো খাবার পেয়ে খুশী বন্যা কবলিত বাসিন্দারা।
ষষ্ঠ পে কমিশন মেনে বর্ধিত পেনশন চায়, আন্দোলনে এনবিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মীরা
গত কয়েকদিনের একটানা প্রবল বর্ষণে নাগর ও কুলিক নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম, ভাতুন, বাহিন ও গৌরী গ্রামপঞ্চায়েতের শতাধিক গ্রাম। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বুধবার শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে লিয়াকত হোসেন, নিবারন দাস, ইমরান আলি, রফিক আলম, শিবা দাস, শাহ আলম সহ অন্যান্য শিক্ষক নেতারা নৌকা করে শুকনো খাবার নিয়ে পৌঁছে যান বন্যা কবলিত গ্রামগুলিতে। দুর্গত মানুষদের হাতে মুড়ি, চিঁড়ে, গুড়, বিস্কুট ও চানাচুরের প্যাকেট তুলে দেন তৃণমূল শিক্ষক সংগঠনের নেতৃত্ব।