আলিপুরদুয়ারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা, গো ব্যাক স্লোগান

আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে “গো ব্যাক” স্লোগান গোর্খা জনমুক্তি মোর্চার। কনভয়ে হামলা। ভাঙল বিধায়কের গাড়ির কাচ। চাঞ্চল্য এলাকায়৷
Bengal Live আলিপুরদুয়ারঃ পুলিশের সামনেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলায়। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় দিলীপ ঘোষের কোনও ক্ষতি না হলেও কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়৷
জানা গেছে, তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসে এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে ভুটান সীমান্তবর্তী জয়গাঁর খোকলাবস্তি এলাকায় যাচ্ছিলেন দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। পথে জয়গাঁর দলসিংপাড়াতে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা প্রথমে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন। এর পর সুমসুমি বাজার এলাকায় দিলীপ ঘোষের কনভয়কে লক্ষ্য করে দুষ্কৃতীরা ঢিল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। দিলীপ ঘোষের গাড়ির কোনও ক্ষতি না হলেও দুষ্কৃতীদের ছোড়া ঢিল গিয়ে লাগে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারীর গাড়িতে৷ বিধায়ক সহ আরও কিছু বিজেপি নেতার গাড়ির কাঁচ ভেঙ্গে গিয়েছে বলে অভিযোগ বিজেপির।
হামলার ঘটনার পর সভা স্থলে পৌঁছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে সিপিএমের আমল থেকে হিংসার রাজনীতি চলছে। আজকেও জয়গাঁতে আসার সময় আমার গাড়ি সহ আমাদের সকল কার্যকর্তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে। কালো পতাকা দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এগুলো নতুন কিছু নয়। তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপিকে আটকানোর জন্য এইসব করছে।”