Archive
হোটেলে মধুচক্রের আসর, গ্রেপ্তার সাত

হোটেলে মধুচক্রের আসর, গ্রেপ্তার সাত
Bengal Live ওয়েব ডেস্কঃ হোটেলে হানা দিতেই মধুচক্রের পর্দাফাঁস। হোটেলের মালিক সহ সাতজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি কদমতলা মোড় এলাকায়। পুলিশি অভিযানে হোটেল মালিক, দুই কর্মী ও দুই মহিলা ও পুরুষ গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। হোটেলটি সিল করে দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।