বিনোদন

প্রয়াত অভিনেতা ইরফান খান

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়।

Bengal Live ওয়েব ডেস্কঃ প্রয়াত অভিনেতা ইরফান খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩। বুধবার সকালে মুম্বাইয়ের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়৷ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোলোন সংক্রমণের জন্য আইসিইউ-তে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় ইরফান খানকে। তবে শেষ রক্ষা হয়নি। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর ভক্তরা।

৫৩ বছর বয়সী এই প্রখ্যাত অভিনেতা বছর দুয়েক ধরে নিউরো এন্ডোক্রাইন টিউমারে অসুস্থ হয়ে বিলেতের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যার দরুন এক বছর ধরে বলিউড থেকে বহুদূরে রয়েছেন তিনি।
২০১৮-র মাঝেই শেষ করেছিলেন ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং। তবে টিমের সঙ্গে ছবির প্রচারে থাকতে পারেননি। কারণ সেই সময় মারণরোগের চিকিৎসায় ইরফানকে চলে যেতে হয়েছিল ব্রিটেনে। এমনকি সিনেমার শুটিং ইংল্যান্ডে হওয়া সত্ত্বেও সেসময় তিনি ইংল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। গত মাসে লকডাউনের দিন দশেক আগে নির্ধারিত সময়েই মুক্তি পায় তাঁর ছবি। বিভিন্ন মহলে প্রশংসিত হয় ছবিটি এবং ইরফানের দুর্দান্ত অভিনয়।

দীর্ঘদিন ইংল্যান্ডে চিকিৎসার পর মাঝখানে স্বাভাবিক ছন্দে ফিরছিলেন তিনি। ভক্তরা আবার তাঁকে রুপালি পর্দায় দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল । কিন্তু তাল কাটল দিন কয়েক আগে। ৯৫ বছর বয়সে প্রয়াত হন তাঁর মা সাইদা বেগম। বয়সজনিত কারণেই দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। তবে করোনার জেরে দেশজুড়ে লকডাউন থাকায় জয়পুরে মায়ের শেষকৃত্যে হাজির থাকতে পারেননি ইরফান। ভিডিও কলেই মাকে শেষ শ্রদ্ধা জানান।

তার দিন দুয়েক পরই শোনা যায় হাসপাতালে ভরতি হয়েছেন হলিউডখ্যাত এই অভিনেতা। কোলোন ইনফেকশন নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

Back to top button