ভুট্টার জমি থেকে উদ্ধার নরকঙ্কাল, চাঞ্চল্য করণদিঘিতে
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভুট্টার জমিতে নরকঙ্কাল পেলেন গ্রামবাসীরা। কঙ্কালের পাশে ছিল মেয়ের পোশাক ও জুতো। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের করণদিঘিতে৷ তদন্তে নেমেছে পুলিশ৷
Bengal Live করণদিঘিঃ ভুট্টার জমি থেকে উদ্ধার হল নরকঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার গরুবাথান গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে করণদিঘি থানার পুলিশ। নরকঙ্কালটি উদ্ধার করে পরীক্ষা ও তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ চাষের জমিতে কঙ্কালটি কী করে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ কুলিকে ভেসে উঠল মৃতদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে
জানা গেছে, মঙ্গলবার সকালে গরুবাথান গ্রামের বাসিন্দারা ভুট্টার জমিতে কাজ করতে গেলে দুর্গন্ধ নাকে আসে তাঁদের। এরপরেই গন্ধের উৎসের খোঁজে বেরোলে একটি কঙ্কাল নজরে আসে তাঁদের। পচাগলা ওই কঙ্কাল থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে বুঝতে পারেন বাসিন্দারা। নরকঙ্কালের পাশেই রাখা ছিল এক সেট জামাকাপড় ও জুতো৷ পোশাক ও জুতোগুলি কোনও মেয়ের বলেই ধারণা স্থানীয় বাসিন্দাদের৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ৷